Logo

আন্তর্জাতিক    >>   অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসা বন্ধের ইঙ্গিত

অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসা বন্ধের ইঙ্গিত

অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর সঙ্গে ব্যবসা বন্ধের ইঙ্গিত

ক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ফেরত নিতে অনাগ্রহী দেশগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছেন। নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, ‘যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকার করবে, তাদের বিরুদ্ধে চড়া শুল্ক চাপানো হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে দেয়া হবে।’

মার্কিন প্রভাবশালী সাময়িকী টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর ট্রাম্প জানান, ‘আমি তাদের দেশ থেকে বের করে দিতে চাই এবং যদি তারা অভিবাসীদের ফিরিয়ে না নেয়, তাহলে আমরা তাদের সঙ্গে ব্যবসা করব না।’

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা চাই না কারাগার থেকে লোকজন এখানে আসুক। আমরা চাই না ভেনেজুয়েলা এবং অন্যান্য অনেক দেশের কারাগার থেকে লোকজন আসুক। তাদের ফিরিয়ে নেয়াটা অত্যন্ত কঠিন হতে হবে। আমি তাদের ফিরিয়ে আনবোই।’ তিনি বলেন, ‘আমি অভিবাসীদের পরিবারের সদস্যদের আলাদা করতে চাই না। তাদের একসঙ্গে, বাবা-মা ও সন্তানদের নিয়ে প্রত্যাবাসিত করা হবে।’

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ন্যাশনাল গার্ডকে ব্যবহার করে তাদের ফিরিয়ে আনবো। আমরা দেশের আইন অনুযায়ী যতদূর যেতে হবে যাবো। এই কাজে আমরা সকল ধরনের উদ্যোগ নেব।’

ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের দিন হিসেবে আগামী ২০ জানুয়ারি নির্ধারিত আছে। তার প্রশাসন অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert